ট্রেনে কাটা পড়ে মৃত্যু ব্যক্তির

কালচিনি,২৯ জুনঃ কালচিনি ব্লকের ডিমা বিচলাইন এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির।যদিও এখনও পর্যন্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।


স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ শিলিগুড়ি-বামনহাটগামী প্যাসেঞ্জার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে কালচিনি থানার পুলিশ ও আরপিএফ।মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet girişbetist