খড়িবাড়ি, ৪ জানুয়ারিঃ ট্রেনের ধাক্কায় মৃত্যু হল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির।খড়িবাড়ির বাতাসী রেলস্টেশন সংলগ্ন এলাকার ঘটনা।
স্থানীয়দের দাবী, ঠান্ডার জন্য ট্রেনের লাইনে বসেছিলেন ব্যক্তি।সেইসময় শিলিগুড়ি থেকে কাটিহারগামী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্যক্তির মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ ও খড়িবাড়ি থানার পুলিশ।পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।মৃতের পরিচয় জানার চেষ্টা করছে রেল পুলিশ।