শিলিগুড়ি,২১ জানুয়ারিঃ আগামী ২৩ ফেব্রুয়ারী আগরতলা থেকে যাত্রা শুরু হবে ভারত দর্শন বিশেষ পর্যটক ট্রেনের।
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড(আইআরসিটিসি)এর তরফে এই ট্রেন যাত্রার আয়োজন।অযোধ্যা, বারাণসী, প্রয়াগরাজের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি দর্শন করানো হবে যাত্রীদের।৯ দিন ও ৮ রাতের এই যাত্রার পর ট্রেন আবারও আগরতলাতেই ফিরে যাত্রা শেষ করবে।এই যাত্রার নাম দেওয়া হয়েছে ‘শ্রী রাম পথ’। যাত্রাপথে নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, আগরতলা, ধর্মনগর, সহ আরও বিভিন্ন স্টেশন থেকে যাত্রী তোলা হবে ট্রেনে।
আইআরসিটিসি এর উচ্চ আধিকারিক অনুজ দত্ত জানান,৮,৫০৫ টাকার মধ্যে এই যাত্রার আয়োজন করা হয়েছে।অনলাইনে টিকিট বুকিং এর পাশাপাশি ই-টিকিটেরও ব্যাবস্থা রয়েছে বলে জানা গিয়েছে।