ট্রেন লাইনে হাতির দল, লোকোপাইলটের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

আলিপুরদুয়ার, ২৬ আগস্ট: ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেল এক দল বুনো হাতি। সোমবার সকালে আলিপুরদুয়ার জেলার হাসিমারা ও মাদারিহাটের মাঝামাঝি এলাকায় হঠাৎ রেললাইনে চলে আসে একদল বুনো হাতি।


বুনো হাতির দল দেখতে পেয়েই ডাউন ধুবরী-শিলিগুড়ি ডেমু এক্সপ্রেসের লোকোপাইলট ট্রেনের গতি কমিয়ে দেয়। এরফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় একদল বুনো হাতি। এরপর জঙ্গলের দিকে চলে যায় হাতির দলটি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *