ইসলামপুর,২ ফেব্রুয়ারিঃ ইসলামপুর থানার অন্তর্গত ডিমরুল্লা বাইপাসে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচজন শ্রমিক ট্রাক্টরে করে যাচ্ছিলেন।ট্রাক্টরটি দ্রুত গতিতে থাকায় আচমকা ট্রাক্টর থেকে নিচে পড়ে যান এক শ্রমিক।ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শ্রমিকের।ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।