শিলিগুড়ি, ৫ অক্টোবরঃ বৈদ্যুতিক ট্রান্সফর্মার থেকে তেল চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতের নাম প্রতীক সরকার।
জানা গিয়েছে, গত ২ সেপ্টেম্বর ফুলবাড়ি সংলগ্ন চুনাভাটি এলাকায় একটি ট্রান্সফর্মার থেকে তেল চুরির ঘটনা ঘটে।এরপরই বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এনজেপি থানার পুলিশ।
অবশেষে সোমবার গভীর রাতে বাড়িভাষা ল্যাংড়া মোড় থেকে প্রতীক সরকারকে গ্রেফতার করে পুলিশ।ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় চুরি যাওয়া প্রায় ১৫ লিটার তেল।ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।