খড়িবাড়ি, ২৭ জানুয়ারিঃ গ্রামের কৃষি জমিতে জলসেচের জন্য রয়েছে ট্রান্সমিটার।রাতের অন্ধকারে সেই ট্রান্সমিটারে হানা দিল দুষ্কৃতিরা।খড়িবাড়ির পাটারাম জোতের ঘটনা।
জানা গিয়েছে, এলাকায় ১০ একর চাষের জমিতে জল সেচ চলে বিদ্যুৎ পরিষেবার মাধ্যমে।এর জন্য বিদ্যুৎ দফতরের তরফে বসানো হয়েছিল ট্রান্সমিটার।অভিযোগ, গভীর রাতে এই ট্রান্সমিটার ভেঙে দেয় দুষ্কৃতীদের দল। চুরি গিয়েছে একাধিক সামগ্রী।এর জেরে বর্তমানে এলাকায় জলসেচ পুরোপুরি বন্ধ।
স্থানীয় চাষী নির্মল বর্মনের অভিযোগ, গতকাল সন্ধ্যায় জলসেচ করা হয়েছে।এরপর আজ এই পরিস্থিতি।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ ও খড়িবাড়ি বিদ্যুৎ বন্টনের কর্মীরা।ট্রান্সমিটার খুলে একাধিক সামগ্রী চুরি হওয়ায় পরিষেবা স্বাভাবিক করতে সময় লাগবে। আগেও এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানান বিদ্যুৎ বন্টনের ম্যানেজার বিশ্বজিৎ দত্ত।
