ফাঁসিদেওয়া, ১০ জুলাইঃ ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর।আহত আরও এক শিশু।ফাঁসিদেওয়া ব্লকের হোসেনপুরের ঘটনা।ঘটনার পরই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।মৃত শিশুর নাম আশিয়ান খান (৪)। আহত শিশুর নাম অমন খান(৭)।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দুই শিশু দোকান থেকে বাড়ি ফিরছিল।ঠিক সেইসময় একটি ট্রাক্টর ওই দুই শিশুকে ধাক্কা দেয়।ঘটনায় দুজনই গুরুতর জখম হয়।স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে প্রথমে বিধাননগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।সেখানে তাদের অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।তবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা আশিয়ানকে মৃত বলে ঘোষণা করে।অন্যদিকে অমন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
এদিকে শিশু মৃত্যুর খবর স্থানীয়দের কাছে পৌঁছতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মুরালিগঞ্জে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।স্থানীয়দের অভিযোগ, মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালি তুলে নিয়ে যায় ট্রাক্টরগুলি।বহুবার প্রশাসনকে জানিয়েও কোন পদক্ষেপ নেওয়া হয়নি।অবিলম্বে অবৈধভাবে বালি তোলা বন্ধ করার দাবী জানান তারা।এদিকে ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবী জানান।খবর পেয়ে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ,ফাঁসিদেওয়া থানা, নকশালবাড়ি থানা ও পুলিশের উচ্চ আধিকারিকরা পৌঁছে স্থানীয়দের আশ্বাস দিলে প্রায় তিন ঘন্টা পর অবরোধ তুলে নেন তারা।