শিলিগুড়ি, ২১ মেঃ শনিবার বিকেলে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শহরের বিভিন্ন এলাকায়।বিভিন্ন জায়গায় বহু গাছ ভেঙে পড়েছে।যদিও ঘটনার পরই শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ব্যাপক ক্ষতি হয়েছে সবুজায়নের।
সেই কারণে সবুজায়নের লক্ষ্য নিয়ে রবিবার ভেঙে যাওয়া গাছের পরিবর্তে নতুন গাছ লাগাতে উদ্যোগী হল ২৩ নম্বর ওয়ার্ড কমিটি।
এদিন শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের জনকল্যাণ যোগালয় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা দিবসে ওয়ার্ড কাউন্সিলর লক্ষ্মী পালের উপস্থিতিতে ডাবগ্রাম মাঠ সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।এদিনের কর্মসূচিতে দার্জিলিং জেলা তৃণমূলের সম্পাদক বাবলু পাল ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।