আলিপুরদুয়ার, ১০ আগস্টঃ সবুজায়নের লক্ষ্যে এবারে নতুন এক পদক্ষেপ গ্রহণ করলো জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।ট্রি টপ প্লান্টেশনের মধ্য দিয়ে সবুজ বিপ্লব ঘটতে চলেছে বলে দাবি করলেন বনকর্তারা।
বর্ষাকালেই পালিত হয় বন মহোৎসব।এই উপলক্ষে বর্ষাকাল জুড়ে ট্রি টপ প্লান্টেশন করা হল জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভিন্ন প্রান্তে।এই ট্রি টপ প্লান্টেশন হল বড় গাছের ডালে গাছের চারা রোপন করা।বট, অশ্বথ, ডুমুর, পাকুর গাছের বীজ মাটির সঙ্গে মিশিয়ে রেখে দেওয়া হয়।পরবর্তীতে তার থেকে চারাগাছ বের হলে সেগুলিকে বড় গাছের ডালে মাটির মন্ড ও চটের বস্তা সহ বেঁধে দেওয়া হয়।
এবছর প্রায় ২০০টি চারা গাছ বিভিন্ন গাছের মগডালে বেঁধে দেওয়া হয়েছে।জলদাপাড়ার নর্থ, ইস্ট, ওয়েস্ট, চিলাপাতা, কোদালবস্তি এলাকায় করা হয়েছে ট্রি টপ প্লান্টেশন।চারা গাছ গুলির উপর নজর রাখা হবে জিপিএস সিস্টেমের মাধ্যমে।
পরবর্তীতে আরও অনেক চারা গাছ এই পদ্ধতিতে রোপন করা হবে বলে বনবিভাগের তরফে জানা গিয়েছে।