শিলিগুড়ি,১৭ জুলাইঃ ‘প্রাণ’ বাঁচাবে গাছ। করোনার জেরে অন্তত অক্সিজেনের গুরুত্ব কিছুটা বুঝেছি সকলেই। সেই অক্সিজেন প্রদানকারী গাছ থাকুক ঘরে ঘরে। সেজে উঠুক প্রকৃতি। সেই লক্ষ্যে শিলিগুড়িতে ট্রি অ্যাম্বুলেন্স চালু করেছে বন দফতর। ট্রি অ্যাম্বুলেন্সের মাধ্যমে বনমহোৎসব উপলক্ষ্যে বাড়ি বাড়িতে গিয়ে গাছ তুলে দিচ্ছেন বনকর্মীরা।
শনিবার শিলিগুড়ির মহিলা মহাবিদ্যালয়ে বন দফতরের তরফে একটি অনুষ্ঠান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বৈকুন্ঠপুর ডিভিশনের বনাধিকারিক ও বনকর্মীরা। কলেজে এদিন বৃক্ষরোপন করা হয়। এরপর কলেজ গেট থেকে এদিন ট্রি অ্যাম্বুলেন্সটি বের হয়। একটি ট্যাবলো গাড়িতে করে নানা ধরনের গাছ সাজিয়ে তা বের হয়। এদিন কলেজের সামনে থেকেও অনেকেই বাড়িতে লাগানোর জন্য বিভিন্ন ধরনের গাছ নেন। বনমহোৎসব চলাকালীন এই গাড়ি শহরের বিভিন্ন জায়গায় যাবে। সেখানে ইচ্ছুক মানুষেরা গাড়ি থেকে বিনামূল্যেই গাছ নিতে পারবেন বলে জানা গিয়েছে।