শিলিগুড়ি, ৭ জুনঃ শিলিগুড়িতে ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে খুন হয়েছে এক যুবক।ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত।এই হত্যাকান্ডের ঘটনায় উঠে আসছে একের পর এক তথ্য।
জানা গিয়েছে, মৃত যুবক অমৃত গোঁসাই ও অভিযুক্ত অরুণ মাহালী দুজনে খুব ভালো বন্ধু ছিল।দুজনই একই এলাকার বাসিন্দা।কয়েকমাস আগেও সবকিছু ঠিকঠাক ছিল।৮ মাস আগে দেবীডাঙ্গার কোয়ার্টার লাইন এলাকায় এক যুবতী আসে।সেই যুবতীকে ভালোবাসতো দুজনই।বিষয়টি জানার পর দুজনের বন্ধুত্ব শত্রুতায় পরিণত হয়।
অভিযোগ, অরুণ বেশকয়েকবার যুবতীর থেকে দূরে থাকার কথা বলেছিল অমৃতকে।অমৃত তাঁর কথা শোনেনি।এরপরই প্রেমিকাকে পেতে অমৃতকে সরিয়ে ফেলার পরিকল্পনা করে অরুণ।সেইমত গত এক সপ্তাহ ধরে অমৃতের উপর নজর রাখছিল অরুণ।সোমবার গভীর রাতে স্কুল ময়দানে অমৃতকে ফোনে কথা বলতে দেখে মেজাজ হারিয়ে অমৃতকে গুলি করে যুবক।ঘটনায় মৃত্যু হয় অমৃতের।
অমৃতকে খুনের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করে ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এই ঘটনায় যুবতীকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।যে বন্দুক দিয়ে খুন করা হয়েছে সেটি কিভাবে অরুণের কাছে আসলো তাঁর তদন্তে নেমেছে পুলিশ।