রাজগঞ্জ,২২ জানুয়ারিঃ রাজগঞ্জের সন্ন্যাসীকাটা অঞ্চলের তৃণমূলের উপপ্রধানের গাড়িতে হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।ঘটনায় আহত হয়েছেন উপপ্রধান আতিয়ার রহমান সহ ৪ জন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে উপপ্রধান সহ ৪ জন তৃণমুল নেতা বেলাকোবা থেকে নিজস্ব গাড়িতে করে সন্ন্যাসীকাটায় তাদের বাড়িতে ফিরছিলেন।রাজগঞ্জ থানা থেকে ৫ কিলোমিটার দূরে কায়েতগছ এলাকায় ওই গাড়ির উপর আচমকা হামলা হয় বলে অভিযোগ।গাড়িটিতেও ব্যাপক ভাঙচুর চালায় হামলাকারীরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয়রা বলেন, আওয়াজ শুনে ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দারা দেখতে পান গাড়ির চালক অচৈতন্য অবস্থায় এবং উপপ্রধান মাটিতে পড়েছিলেন।আরও এক জন পাশের চা বাগান থেকে উঠে আসেন।তবে কারা এই ঘটনা ঘটাল তা জানা নেই।তবে অভিযোগের তীর বিজেপির দিকে।যদিও বিজেপির পক্ষ থেকে ঘটনার কথা অস্বীকার করা হয়েছে।
শুক্রবার সকালে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ এলাকার তৃণমূল নেতৃত্বরা রাজগঞ্জ থানায় পৌঁছে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।