রাজগঞ্জে অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগদান করল ৫০টি পরিবার

রাজগঞ্জ, ২৩ ডিসেম্বরঃ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ব্লকের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে বিভিন্ন কর্মসূচী নিচ্ছে শাসক শিবির।রাজ্যে দলবদলের পালা চললেও জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে জোর কদমে চলছে তৃণমূলের যোগদান পর্ব।


জলপাইগুড়ি জেলার এসটি,এসসি,ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাসের নেতৃত্বে জেলার বিভিন্ন প্রান্তে যোগদান পর্ব অব্যাহত।বুধবার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি জুনিয়র হাই স্কুল প্রাঙ্গনে প্রকাশ্য যোগদান সভা অনুষ্ঠিত হয়।এদিনের সভায় বিজেপি ও অন্যান্য দল থেকে ৫০টি পরিবার তৃণমূলে যোগদান করেন।

কৃষ্ণ দাস জানান, রাজগঞ্জ ব্লক জুড়ে আমাদের অঞ্চল ভিত্তিক জনসভা চলছে।আমাদের দলে একের পর এক যোগদান পর্ব চলছে৷আজ মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় যোগদান হল।এতে আমাদের দলের শক্তি বৃদ্ধি হল।


এদিনের সভায় উপস্থিত ছিলেন মৃগেন রায়,পাতকাটা প্রধান হেমব্রম, মাঝিয়ালি অঞ্চল প্রাক্তন উপ প্রধান পরিতোষ সরকার সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet girişbetist