নকশালবাড়ি, ১৯ জুলাইঃ নকশালবাড়ি ব্লকের অন্তর্গত মনীরাম অঞ্চলের উত্তর দয়ারাম সন্তোষী মন্দির ময়দানে তৃণমূলের তরফে একটি কর্মসূচির আয়োজন করা হল।এদিনের কর্মসূচির মধ্য দিয়ে অন্যান্য দল ছেড়ে প্রায় ৯০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসে জেলা সহসভাপতি অমর সিনহা বলেন, বিভিন্ন এলাকা থেকে প্রায় ৯০টি পরিবার তৃণমূলে যোগ দিয়েছে।সকলকে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে যোগদান করানো হয়।
এদিনের কর্মসূচিতে পার্টির জেলা সহসভাপতি অমর সিনহা, ব্লক সভাপতি পৃথ্বীশ রায়, অঞ্চল সভাপতি ভানু বর্মন, সজনী সুব্বা সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।