রাজগঞ্জ, ১৮ জানুয়ারিঃ যোগদানে নাটকীয় মোড়।বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কয়েকঘণ্টা পর ফের ফিরে এলেন বিজেপিতে।
উল্লেখ্য, শনিবার মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দেবী চৌধুরানী সভাকক্ষে দীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়।সেই কর্মসূচীতে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের ১৮/৯৭ ডাঙ্গাপাড়া বুথের বিজেপির পঞ্চায়েত সদস্যা কল্পনা বর্মণ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করেন।
কিন্তু কয়েক ঘন্টা যেতে না যেতেই ফের ভোলবদল হয় সেই বিজেপি পঞ্চায়েত সদস্যার।তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে ফিরে আসেন।বিজেপিতেই আছেন বলে জানান তিনি।
এই বিষয়ে তিনি পঞ্চায়েত সদস্যা কল্পনা বর্মন বলেন, আমাকে কাজের প্রলোভন দেখিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়।আমি আমার ভুল বুঝতে পারি।আমি আবার বিজেপিতে ফিরে আসি।
এই বিষয়ে রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি বলেন, পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য আমাদের দলে যোগদান করার জন্য রাজগঞ্জ ব্লক মহিলা সহ-সভানেত্রীর মাধ্যমে আবেদন করেছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান। সেই মতে আজ তিনি তৃণমূল কংগ্রেসের দীক্ষা কর্মসূচির মধ্য দিয়ে বিজেপির ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করেছিলেন।কেন তিনি ফের বিজেপিতে ফিরে গেলন তার খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।