শিলিগুড়ি, ৫ এপ্রিলঃ শিলিগুড়িতে সংযুক্ত মোর্চার জনসভা থেকে একযোগে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন সিপিআইমএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
শিলিগুড়ি, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া ও ডাবগ্রাম-ফুলবাড়ির সংযুক্ত মোর্চার সমর্থনে আজ তারা শিলিগুড়ির বাঘাযতীন পার্কে জনসভা করেন।এদিনের জনসভা থেকেই তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে একহাত নেন সূর্যকান্ত মিশ্র ও অধীর রঞ্জন চৌধুরী।
সূর্যকান্ত মিশ্র বলেন, বিজেপি ও তৃণমূল একই দল, আজ যে তৃণমূল দলে রয়েছেন কাল তিনি বিজেপিতে চলে যাচ্ছেন।বিজেপি যেসকল প্রার্থী দিয়েছে তার বেশিলভাগই তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী।তাই আদতে তারা একই দল।এছাড়াও মুখ্যমন্ত্রীর পায়ের চোট নিয়ে কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পায়ের চিকিৎসা কারা করছে জানি না।বুক ঠুকে বলতে পারি আধুনিক চিকিৎসা বিজ্ঞান মমতা ব্যানার্জিকে দুইদিনে হাটাতে পারতো।হুইল চেয়ারে বসতে হতো না তাকে।
অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরি নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, তিনি ‘আচ্ছে দিন’ আনতে পারেননি।তার নোটবন্দীর সিদ্ধান্তের জেরে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছিল।ভারতবর্ষের অর্থনীতি আজ পিছিয়ে গিয়েছে।তাই এবারের ভোটে সংযুক্ত মোর্চাকে ভোট দিয়ে জয়ী করার আবেদন তিনি রাখেন সাধারন মানুষের কাছে।