বাগডোগরা, ২২ জানুয়ারিঃ তৃণমূল কংগ্রেসে যোগের ইঙ্গিত জিগিয়ে রাখলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা।বাগডোগরা বিমানবন্দরে নেমে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন জন বার্লা।
এদিন জন বার্লা জানান, মুখ্যমন্ত্রীর থেকে নিমন্ত্রণ পেয়েছি।তাই সরকারি অনুষ্ঠানে যোগ দেব।ডুয়ার্সে অনেক সমস্যা রয়েছে।আদিবাসী ও চা শ্রমিকদের নেতা আমি কিন্তু বিজেপি থেকে সম্মান পাইনি। এলাকার কোনো সমস্যার কাজ করেনি কেন্দ্র বলে কটাক্ষ করেন তিনি।আগামীদিনে এলাকার উন্নয়নের জন্য বসবো।এলাকার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিচ্ছি।মুখ্যমন্ত্রীর আর্শীবাদ পেলে উন্নয়নের কাজ করবো বলে জানান তিনি।