রাজগঞ্জ, ১ জানুয়ারিঃ রাজগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হল।
গোটা রাজ্যের পাশাপাশি রাজগঞ্জেও তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।এদিন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ৪০ জন রোগীকে ফল বিতরণ করা হয়।পাশাপাশি সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় ৪০০ জন দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
এদিন উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, রণবীর মজুমদার, রুপালী দে সরকার, শর্বানী ধারা, তমহিদার রহমান, রৌশন হাবিব সহ অন্যান্যরা।