কোচবিহার, ৫ জুনঃ তৃণমূল- সিপিআইএম এর সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ।ঘটনায় আহত উভয়পক্ষের ৬ জন।রবিবার রাতে তুফানগঞ্জ বালাভূত গ্রাম পঞ্চায়েত দক্ষিণ বালাভূত এলাকায় ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, গতকাল সিপিআইএমের তরফে কর্মীসভার ডাক দেওয়া হয় বালাভূত গ্রাম পঞ্চায়েতে। সেই কর্মী সভা শেষ হতেই এলাকায় পাল্টা মিছিল করে স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা।অভিযোগ, সেই মিছিল থেকেই সিপিআইএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে ইট,পাথর দিয়ে ঢিল ছোঁড়া হয়।এরফলে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়।ঘটনায় সিপিআইএম ও তৃণমূলের ৬ জন কর্মী জখম হন।তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।
রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।ঘটনাস্থল থেকে দুই দলের কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ।
এই বিষয়ে বালাভূত গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি আলতাফ ব্যাপারী জানান, সিপিআইএম কর্মীরা তাদের কর্মীর উপর হামলা চালিয়েছে।আমাদের তিন কর্মী গুরুতর আহত হয়েছেন।