আলিপুরদুয়ার, ২৯ জানুয়ারিঃ চা শ্রমিকদের পি এফ সংক্রান্ত বিষয় নিয়ে জেলা জুড়ে বিজেপি সাংসদ ও বিধায়কদের বাড়ির সামনে তিনদিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে তৃণমূল।তৃণমূলের এই অবস্থান বিক্ষোভ ঘিরে রবিবার ফের উত্তেজনা ছড়াল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামে।
জানা গিয়েছে, এদিন সকালে তৃণমূলের বিক্ষোভ মঞ্চে উচ্চস্বরে মাইক বাজানো নিয়ে আপত্তি জানায় বিধায়ক মনোজ ওঁরাও।সেইসময় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য প্রচুর মানুষ জমায়েত হয়েছিল বিধায়কের বাড়িতে।এরপর মন কি বাত শোনার জন্য বিধায়কের বাড়িতে পাল্টা মাইক লাগানো হয়।কুমারগ্রাম থানার আইসি সেই মাইক বন্ধ করার নির্দেশ দেয়।কিন্তু বিধায়কের দাবি ছিল, আগে তৃণমূলের মঞ্চের মাইক বন্ধ করতে হবে।
এই নিয়ে আই সি ও বিধায়কের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।বিধায়ক আইসিকে এক ঘন্টা সময় দেন তৃণমূল মঞ্চের মাইক বন্ধ করার জন্য।না হলে তারা ব্যবস্থা নেবেন বলে জানান বিধায়ক মনোজ ওঁরাও।
অন্যদিকে তৃণমূলের তরফে জানানো হয়, রাজ্য নেতৃত্বের নির্দেশ আমরা এই কর্মসূচি করছি।সাধারণ মানুষের দাবী পূরণ না হলে আগামীদিনে বিধায়কের বাড়ির উঠোনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে।