আমবাড়িতে প্রতিবাদ মিছিল ও সভা তৃণমূলের SC–OBC সেলের

রাজগঞ্জ, ১২ ডিসেম্বরঃ বিজেপি সরকারের দমন–পীড়ন নীতি ও SIR-এর বিরুদ্ধে তৃণমূলের SC–OBC সেলের প্রতিবাদ মিছিল ও সভা আমবাড়িতে।


জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের এসসি–ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের নেতৃত্বে শুক্রবার এই মিছিল বের করা হয়। এদিন রাজগঞ্জের আমবাড়ি অঞ্চল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে আমবাড়ি তারঘেরা মাঠে গিয়ে শেষ হয়। কয়েক হাজার কর্মী-সমর্থকের অংশগ্রহণ করেন এই প্রতিবাদ মিছিলে।

মিছিল শেষে তারঘেরা মাঠে একটি জনসভার আয়োজন করা হয়।সেখানে বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন এসসি–ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস সহ একাধিক নেতৃত্ব।


এছাড়া উপস্থিত ছিলেন, সদর ২ এর ব্লক সভাপতি অর্জুন দাস, ব্লক সভাপতি জাকেরুল হক, বিধানচন্দ্র রায়, অর্জুন দাস,সুধা সিং সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *