যোগদান অব্যাহত, সিপিআইএম ও অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগদান করলো ৩০০ জন সদস্য

রাজগঞ্জ, ১৬ এপ্রিলঃ তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত, সিপিআইএম সহ অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো ৩০০ জন সদস্য।


মঙ্গলবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বড়োবাড়ি হাড়িয়ার বাড়ি এলাকার প্রায় তিনশতাধিক কর্মী সমর্থক সিপিআইএম সহ অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগদান করে।রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি নতুন সদস্যদের দলে যোগদান করান।অন্যদিকে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের টেপারিভিটা  গ্রামে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে লড়াই করা প্রার্থী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন।

এই বিষয়ে রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৩০০ জন সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করলো।প্রতিদিনই যোগদান কর্মসূচি চলছে।যেখানে বিভিন্ন দল থেকে প্রচুর মানুষ উৎসাহের সঙ্গে তৃণমূল কংগ্রেস যোগদান করছেন।লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই যোগদান দলের অনেকটাই শক্তি বৃদ্ধি করছে বলে জানান তিনি।


এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমির দত্ত,রাজগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল কমিটির সভাপতি ফিরদৌস আলম প্রধান, দূতকুমার দাস, সাদেকুল ইসলাম সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *