শিলিগুড়ি, ২১ আগস্টঃ তৃণমূলকে নব্য তালিবান বলেই কটাক্ষ।দলীয় কর্মসূচিতে উত্তরবঙ্গে এসে ফের তৃণমূলকে নিয়ে এমনই কটাক্ষের সুর শোনা গেল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায়।
শনিবার সকালে কলকাতা থেকে ট্রেনে শিলিগুড়ির এনজেপি স্টেশনে নামেন দিলীপ ঘোষ।জলপাইগুড়ি যাওয়ার আগে স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে কোনো দল কর্মসূচী করতে পারবে না।কেন্দ্রীয় মন্ত্রী ঘুরতে পারবে না, লোকের সঙ্গে দেখা করতে পারবে না।এটা হতে পারেনা।এমন তালিবানদের দ্বারাই সম্ভব।নব্য তালিবান চলছে।গুণ্ডা, অ্যান্টি সোশ্যালদের নিয়ে তৃণমূল চলছে বলেও অভিযোগ করেন তিনি।রাজ্যে তৃণমূলকে জিতিয়ে মানুষ ভুল বুঝতে পেরেছে বলেও জানান দিলীপ ঘোষ।
দুদিনের সফরে তাঁর শহীদ সম্মান যাত্রায় যোগ দেওয়ার কথা রয়েছে।এছাড়াও দলের সাংগঠনিক আলোচনাতেও থাকবেন তিনি।