শিলিগুড়ি, ৫ এপ্রিলঃ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের সমস্ত কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থন জানালো কামতা রাজবংশী পরিষদ। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা।
উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের প্রচুর সমস্যা রয়েছে।রাজবংশী সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে সবচেয়ে বেশি তৃণমূল সরকারই ভেবেছে বলে এদিন দাবি করলেন কামতা রাজবংশী পরিষদের সভাপতি রাহুল বর্মন।সেই উন্নয়নের কথা মাথায় রেখে এবারের লোকসভা নির্বাচনে পরিষদের তরফে তৃণমূলকে সমর্থন জানাচ্ছেন তারা।
এই বিষয়ে তৃণমূলের রাজ্য নেতৃত্তের সঙ্গে আলোচনা হয়েছে পরিষদের।রাজবংশী এলাকার উন্নয়ন, রাজবংশী সংস্কৃতি রক্ষা, শিক্ষার উন্নতি করা সহ দশ দফা দাবী রাজ্য নেতাদের জানানো হয়েছে।কামতা রাজবংশী পরিষদের নেতারা জানান, আমরা আশা করছি তৃণমূল সরকারই আমাদের দাবি পূরণ করতে পারবে।