শিলিগুড়ি, ৮ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে ভোটপ্রচারে এলেন মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডে একটি সভা করেন তিনি।যেখানে ৪,৫,৬,৭,৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থীরা ছিলেন।এছাড়াও গৌতম দেব, জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ উপস্থিত ছিলেন।
এদিন ওয়াইএমএ মাঠেও ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে সভা করেন ফিরহাদ হাকিম।শিলিগুড়িতে প্রচারে এসে বিজেপি ও সিপিএমকে নিয়ে সরব হন তিনি।বক্তব্য রাখতে গিয়ে বলেন, “একবার এখানে তৃণমূলকে সেবা করার সুযোগ দিন।কলকাতার মতো পরিষেবা ও উন্নয়ন হবে।অশোক ভট্টাচার্য কলকাতা গিয়েও এক কথা বলেছেন।এখানে এসে আরেক কথা বলেছেন।”
পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করেন তিনি।রাজ্যে যেমন বিজেপি হেরেছে তেমনি আগামী লোকসভা নির্বাচনেও বিজেপি হারবে বলে দাবি করেন ফিরহাদ হাকিম।