শিলিগুড়ি, ২১ জানুয়ারিঃ শিলিগুড়িতে তরুণের অপহরণের মামলায় গ্রেফতার হয়েছে তৃণমূলের ২ কর্মী।এই ঘটনার তিব্র নিন্দা প্রকাশ করলেন বাম নেতা অশোক ভট্টাচার্য।
শুক্রবার সিপিএম এর দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করা হয়।বৈঠকে অশোক ভট্টাচার্য বলেন, তৃণমূল দলের নিচ থেকে উপর সবাই দুর্নীতিগ্রস্থ।এতদিন কাটমানি বা তোলাতে তাদের নাম জড়াতো।এবার অপহরনের ঘটনায় নাম জড়াচ্ছে।শহরের মানুষ অসুরক্ষিত।দলটি সম্পুর্ন রুপে পচে গিয়েছে।এদিন তৃণমূলকে একটিও ভোট না দেওয়ার আবেদন জানান অশোক ভট্টাচার্য।