কোচবিহার, ২০ জুনঃ নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে রাতের অন্ধকারে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ ব্লকের বড় আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়।অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সোমবার রাতে দিনহাটা ১ ব্লকের বড় আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের জি আটিবাড়ি বুথে তৃণমূল প্রার্থী শর্মিষ্ঠা বর্মন সরকারের সমর্থনে তাঁর স্বামী তথা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি দেবাশীষ বর্মন ও আরও কয়েকজন প্রচার সেরে বাড়ি ফিরছিলেন। সেইসময় পেছন থেকে কয়েকজন দুষ্কৃতি তৃণমূল কর্মী বিনয় বর্মনকে কুড়োল দিয়ে গলায় কোপ দেয়।রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপতালে নিয়ে যাওয়া হয়।পরে কোচবিহার MJN মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।বিজেপির দাবী, তৃণমূল নিজেদের গোষ্ঠীকোন্দল ঢাকাতে বিজেপির দিকে আঙ্গুল তুলছে।