রাজগঞ্জ, ২৪ নভেম্বরঃ জন্মদিনের সেলিব্রেশন। তৃণমূল ব্লক সভাপতিকে কেক খাইয়ে দিচ্ছেন খাকি উর্দী পড়া কর্তব্যরত পুলিশ আধিকারিক।রাজগঞ্জের এই ঘটনার জেরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর।
বিজেপির অভিযোগ, পুলিশের উর্দির নীচে তৃণমূলের জার্সি রয়েছে, এটা তারই প্রমাণ। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজা তৃণমূল নেতা।
প্রসঙ্গত, গত শনিবার রাজগঞ্জের তৃণমূল ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ছিল।সেই জন্মদিনের সেলিব্রেশনে খাকি উর্দি পড়ে হাজির হন রাজগঞ্জ থানার পুলিশ অফিসার বুদ্ধদেব ঘোষ।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, কেক কাটার পর সেই কেক তৃণমূল ব্লক সভাপতিকে খাইয়ে দিচ্ছেন পুলিশ আধিকারিক।তৃণমূল নেতা নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।তবে এই নিয়ে বিতর্ক শুরু হতেই সেই ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেন তৃণমূল ব্লক সভাপতি।
যদিও এই বিষয়ে তৃণমূল ব্লক সভাপতির দাবী, আমার বাড়ির পাশেই ভাড়া থাকেন ওই পুলিশ অফিসার।আমার জন্মদিন উপলক্ষ্য এলাকায় ভাইয়েরা ছোট্ট একটু আয়োজন করেছিল। সেইসময় রাস্তা দিয়ে ফিরছিলেন অফিসার।তাকে দেখেই ডাকা হয়েছিল। তার সঙ্গে আমার দাদা-ভাইয়ের সম্পর্ক। দাদা হিসেবে তিনি ভাইকে আশীর্বাদ দিতে এসেছিলেন।
