শিলিগুড়ি, ২৫ জুনঃ শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির উপর ছুরি দিয়ে হামলার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে।শনিবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনায় গ্রেফতার হয়েছে ১ জন।ধৃতের নাম ঝন্টু সাহা।
শনিবার রাতে শিলিগুড়ির সেবক রোডে এক যুবকের সঙ্গে বচসা হয় ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি জয়ব্রত মুখুটির।অভিযোগ, সেইসময় আরও বেশকয়েকজন এসে তাকে ঘিরে ধরে ও তাদেরই মধ্যে একজন ছুরি দিয়ে হামলা চালায়।
খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল ছাত্র পরিষদ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।আহত তৃণমূল নেতাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।গোটা ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ঝন্টু সাহা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে রবিবার সকালে ছুরিকাহত যুব নেতাকে দেখতে যান মেয়র গৌতম দেব।পাশাপাশি ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষও যুব সভাপতির সঙ্গে দেখা করেন।
এদিন মেয়র গৌতম দেব বলেন, একটি সামান্য কারণে পায়ে পা লেগে যাওয়ায় বচসা বাঁধে।তবে এই কারণে কাউকে ছুরি দিয়ে আঘাত করা ঠিক নয়। ঘটনার তদন্ত চলছে।