কোচবিহার, ২৯ এপ্রিলঃ কোচবিহারের মাথাভাঙ্গা পঞ্চানন মোড় এলাকায় এক তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
তৃণমূল নেতা রমেন প্রামাণিক বলেন, বিজেপির ডাকা বনধের বিরোধিতায় আমরা বেড়িয়েছিলাম। অভিযোগ, সেই কারণেই রাতে আমার ঘরের সামনে বোমাবাজি করেছে বিজেপি।বোমা বিস্ফোরণের ফলে ঘরের টিনের বেড়া ভেঙ্গে যায়।এই ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা সহ এলাকার মানুষ।
ঘটনার খবর পেয়ে এদিন সকালে তৃণমূল নেতার বাড়িতে আসেন পচাগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় বিশ্বাস। তিনিও বিজেপির বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল তুলেছেন।
অন্যদিকে তৃণমূলের তরফে তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা বলে দাবি বিজেপির।মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে জানান বিজেপির ৪ মন্ডল সভাপতি শেখর রায়।
