কোচবিহার, ১০ ফেব্রুয়ারিঃ রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে দিনহাটার সাহেবগঞ্জে এলাকায়।ক্ষতিগ্রস্থ হয়েছে প্রধানের গাড়ি।
জানা গিয়েছে, শুক্রবার রাতে বিকট শব্দে ঘুম ভাঙে প্রধান অভিজিৎ বর্মণের বাড়ির সদস্যদের।বাড়ির বাইরে এসে দেখতে পান গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়েছে।
গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন বলেন, রাতে বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়।মাকে নিয়ে বাড়ির বাইরে এসে দেখি ধোঁয়া বেরোচ্ছে,বারুদের গন্ধ।এরপর দেখি গাড়ির বিভিন্ন জায়গায় ক্ষতি হয়েছে।গাড়িতে বোমা ছোঁড়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।তার অভিযোগ, প্রতিদিন রাতের অন্ধকারে বিজেপি কোন না কোন বুথে ঢুকে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।এই ঘটনার সঙ্গে বিজেপি’র যোগ রয়েছে বলে জানান তিনি।পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট গ্রাম পঞ্চায়েত।
তবে এই ঘটনা নিয়ে জেলা বিজেপির সম্পাদক জিবেশ বিশ্বাস বলেন, এরা নিজেরাই ঘটনা সাজিয়ে ঘটাচ্ছে।এই ঘটনার সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই।