রাজগঞ্জ, ১৩ জুনঃ পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেসে ভাঙ্গন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের শিকারপুর অঞ্চলের প্রধান রঞ্জিতা রায়। সোমবার সন্ধ্যায় রাজগঞ্জ ব্লকের বেলাকোবার মালিভিটা গ্রামে একটি যোগদান সভায় জলপাইগুড়ি বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি।
বিজেপিতে যোগদান করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জিতা রায় বলেন, তৃণমূল দল ভালো, কিন্তু নেতৃত্ব পছন্দ নয়। এই পাঁচ বছর কষ্ট করে অঞ্চল চালিয়েছি। প্রচুর চাপ ছিল সেই কারনেই আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। আমার পাশাপাশি বহু মানুষ আগামীতে বিজেপিতে যোগদান করবে বলে জানান তিনি।
এই বিষয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, তৃণমূলে কোনও ভদ্রলোক থাকতে পারবেন না। তৃণমূল কংগ্রেস তারাই করতে পারবেন যাদের কোনও সততা নেই।
শিকারপুর অঞ্চলের তৃণমূল সভাপতি নারায়ন চন্দ্র বসাক জানান, তার দল ছেড়ে অন্য দলে যোগদান করায় তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হবে না। তিনি দীর্ঘদিন থেকে ঠিকমতো কাজ করছিলেন না। জনগণকে পরিষেবা দিচ্ছিলেন না। রঞ্জিতা রায়ের পাশে দলের কোন লোকও নেই বলে দাবি তার।
এদিন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির কিষাণ মোর্চার সভাপতি নকুল দাস, বিজেপি নেতা দেবাশীষ দে, তপন রায়, অর্জুন মন্ডল সহ স্থানীয় বিজেপির নেতা কর্মীরা।