ময়নাগুড়িতে তৃণমূল নেতা খুনের অভিযোগে গ্রেফতার ত্রিপুরা পুলিশের কর্মী

জলপাইগুড়ি, ১ মার্চঃ ময়নাগুড়িতে তৃণমূল নেতা খুনের অভিযোগে গ্রেফতার ত্রিপুরা পুলিশের এক কর্মী। ধৃতের নাম বিকাশ রায়।ময়নাগুড়ি চুড়াভান্ডার এলাকার বাসিন্দা। আজ ময়নাগুড়ি থানার পুলিশ ধৃত বিকাশ রায়কে জলপাইগুড়ি জেলা আদালতে হাজির করে ১০দিনের পুলিশ রিমান্ডে নেয়।


অভিযোগ, ফেব্রুয়ারী মাসের ১৫তারিখ ময়নাগুড়ি চুড়াভান্ডার এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বিবাদ হয়।এই ঘটনায় গুরুতর আহত হয় তৃণমূল নেতা ভোম্বল ঘোষ। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পর গত ২২ ফেব্রুয়ারী মৃত্যু হয় তার।

ভোম্বল ঘোষের মৃত্যুর পর থেকে অগ্নিগর্ভ হয়ে উঠে চুড়াভান্ডার এলাকা।তৃণমূল কর্মী ভোম্বলকে খুনের অভিযোগ উঠে এলাকার বেশকিছু বিজেপি কর্মীর বিরুদ্ধে তার মধ্যে অন্যতম বিজেপি নেত্রীর স্বামী বিকাশ রায়।ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার।এরপর ময়নাগুড়ি থানার পুলিশ ত্রিপুরা গিয়ে গ্রেপ্তার করে তাকে।আজ তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।


এই ঘটনায় বিকাশ রায়ের আইনজীবী কল্লোল ঘোষ বলেন, আমার মক্কেলকে ফাসানো হয়েছে সে নির্দোষ। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş