এনআরসি ও সিএএ এর বিরুদ্ধে ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের মিছিল

ইসলামপুর, ৪ জানুয়ারিঃ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় এনআরসি ও সিএএ এর বিরুদ্ধে মিছিলে সরব হল  তৃণমূল কংগ্রেস।


এদিন গ্রাম পঞ্চায়েত ভবনে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়।সভায় এলাকার মহিলা নেতৃত্ব ও কর্মী সমর্থকরা অংশ নেন।এদিন মিছিলটি গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে বেরিয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে।

মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন, গ্রাম পঞ্চায়েত প্রধান মাহবুব আলম, জেলা পরিষদ সদস্য হরসুন্দর সিংহ সহ অন্যান্য নেতৃত্ব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *