শিলিগুড়ি, ১১ আগস্টঃ গেরুয়া, সাদা, সবুজ রং তার মাঝে অশোকচক্র, বাজার ঘুরলেই এই আদলে মিলছে মুখের মাস্ক। তবে এই মাস্কেই ঘোর আপত্তি শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থার।
সংস্থার সদস্যরা জানান, এই মাস্ক বাজারে বিক্রি চলবে না। কারণ মাস্ক দিয়ে মুখ ঢাকায় মুখ থেকে থুতু ছিটতে পারে মাস্কে ফলে দেশীয় পতাকার অপমান হবে।এছাড়াও মাস্ক ব্যবহারের পর তা সাধারণত ডাস্টবিনে ফেলে দেওয়া হয় এক্ষেত্রেও চরম অপমান হবে দেশীয় পতাকার।
এদিন শহরের বিভিন্ন মার্কেট ঘুরে এই তিরঙা মাস্ক দেখতে পায় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।এরপরেই তারা পুলিশের দ্বারস্থ হন, এবং তারা প্রশাসনের অনুমতি নিয়েই বাজারগুলিতে অভিযানে নামেন এমনটাই সংস্থার তরফে জানানো হয়েছে।
এদিন ব্যবসায়ীদের তারা সতর্ক করে আসেন।তবে ১৪ আগস্ট পর্যন্ত তাদের এই অভিযান চলবে, কোনো ব্যাবসায়ী যাতে এই মাস্ক বিক্রি না করে সেই আবেদন করেন তারা।পাশাপাশি সাধারণ মানুষের কাছেও তারা আবেদন করেন যাতে এই মাস্ক কেউ ব্যবহার না করে।