শিলিগুড়ি, ৬ মেঃ ট্রলিতে পাচার হচ্ছিল বিদেশী মদ।গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বিদেশী মদ উদ্ধার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ঘটনায় গ্রেফতার নেপালের দুই প্রাক্তন সেনা কর্মী সহ ৩ জন।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তিনবাত্তি মোড় সংলগ্ন এলাকায় একটি চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালায় পুলিশ।গাড়ির ভেতরে থাকা দুটি ট্রলি থেকে উদ্ধার হয় ২২৫ বোতল বিদেশী মদ।ঘটনায় গ্রেফতার করা হয় মিন বাহাদুর থাপা,সাবধান সিং থাপা এবং শ্যাম মন্ডলকে।
পুলিশ সূত্রে খবর, মিন বাহাদুর থাপা,সাবধান সিং থাপা নেপালের বাসিন্দা।দুজন প্রাক্তন সেনা কর্মী বলে জানা গিয়েছে।শ্যাম মন্ডল গাড়ির চালক।অসম থেকে নেপালে নিয়ে যাওয়া হচ্ছিল অবৈধ বিদেশী মদ।দীর্ঘদিন ধরে এই ধরনের পাচারের সঙ্গে যুক্ত তারা।ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।