শিলিগুড়ি, ২ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির বর্ধমান রোড সংলগ্ন গঙ্গানগর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিকে চাপা দিল বালি বোঝাই ট্রাক।গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।সেখানেই তার মৃত্যু হয়।মৃতের নাম বলরাম মিশ্র।
জানা গিয়েছে, আজ সকালে ওই বালি বোঝাই ট্রাকটি গঙ্গানগর থেকে বর্ধমান রোডের দিকে উঠছিল।সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে চাপা দেয়।ওই ব্যক্তি দুপায়ে গুরুতর চোট পান।তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
অন্যদিকে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি স্কুটি এবং সাইকেলকেও চাপা দেয়।স্কুটিটি পুরোপুরিভাবে দুমড়ে মুচড়ে যায়।ঘটনার পরই ট্রাকে থাকা এক ব্যক্তিকে আটক করা হয় এবং তাকে নিয়ে যাওয়া হয় খালপাড়া ফাঁড়িতে।এরপর শিলিগুড়ি থানার পুলিশ ও খালপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে এবং ট্রাকটিকে নিয়ে যায়।
এই ঘটনার পরই এলাকায় যান জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার এবং ওয়ার্ড কো-অর্ডিনেটর দূর্গা সিং।মৃত্যুর পর তার পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার।বালি বোঝাই ট্রাক যাতে ভিড় এলাকায় না চলে সেই বিষয়টিও দেখার কথা বলেছেন তিনি।