শিলিগুড়ি, ৪ নভেম্বরঃ ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।শুক্রবার রাতে প্রধাননগর থানার অন্তর্গত স্টেট গেস্ট হাউস এলাকায় ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, স্টেট গেস্ট হাউস থেকে কিছুটা দূরে তৃতীয় মহানন্দা ব্রিজের সামনে এক ব্যক্তি রাস্তা পার করছিলেন।সেইসময় একটি বাইকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান ব্যক্তি।এরপর দ্রুতগতিতে আসা একটি মালবাহী ট্রাক ব্যক্তিকে পিষে দেয়।ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তির।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী।মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়।এরপর আজ সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে ঘাতক ট্রাক সহ চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ।যদিও এখনও অবধি মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ২ সপ্তাহে শিলিগুড়িতে ৭টি পথ দুর্ঘটনা ঘটে।ঘটনায় ৬ জনের মৃত্যু এবং বেশকয়েকজন জখম হয়েছেন।দ্রুতগামী এবং নেশাগ্রস্থ অবস্থায় থাকার কারণে দুর্ঘটনা ঘটছে।পথ দুর্ঘটনা রুখতে প্রশাসনের তরফে ব্যবস্থা গ্রহণের দাবী তুলেছেন শহরবাসী।
ঘোষণা করা উচিত, সুরা পান করে গাড়ি চালানো হলে গাড়িসহ উক্ত চালকের যাবতীয় কাগজপত্র বাতিল করা হবে এবং ঘাতক গাড়িকেও সীজ করা হবে। আমি ৯০% সুরক্ষা নিয়ে বললাম। ধন্যবাদ।