শিলিগুড়ি, ৪ ফেব্রুয়ারিঃ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু।শুক্রবার দুপুরে এনজেপি থানার অন্তর্গত অম্বিকানগর আন্ডারপাসে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
জানা গিয়েছে, এদিন এক ব্যক্তি সাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাকে ধাক্কা মারে।গুরুতর জখম অবস্থায় ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসকেরা।
ঘটনার পরই উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালায় ঘাতক গাড়িটিতে।পরে খবর পেয়ে এনজেপি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে।এদিকে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।