শিলিগুড়ি, ৭ মেঃ ট্রাকের নীচে পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনায় আহত আরও একজন।শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের গোড়ামোড় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোড়ামোড় এলাকায় দুটি বাইককে পেছন থেকে ধাক্কা মারে একটি ট্রাক।ঘটনাস্থলে মৃত্যু এক বাইক চালকের।অন্যদিকে আহত হয়েছেন অপর এক বাইক চালক।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ।এরপর আহত বাইক চালককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।
