ইসলামপুর, ৫ ফেব্রুয়ারিঃ চোপড়া থানার অন্তর্গত সোনাপুর গ্রাম পঞ্চায়েতের সুফলগছ এলাকায় ট্রাক ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ট্রাক চালক।
জানা গিয়েছে, সুফলগছ জাতীয় সড়কে সাড়াইয়ের কাজ চলছে।এরফলে রাস্তার একপাশ দিয়েই গাড়ি চলাচলের সময় একটি ট্রাকের সঙ্গে ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হয়।খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।এই ঘটনায় দীর্ঘক্ষণ যানজটে পড়তে হয় যাত্রীদের।