শিলিগুড়ি, ৩১ ডিসেম্বরঃ ট্রাকের গোপন চেম্বার থেকে লক্ষাধিক টাকার গাঁজা করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ঘটনায় গ্রেফতার ১ জন।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ফুলবাড়ি ক্যানেল রোডে ঘাঁটি গাঁড়ে পুলিশ।বুধবার দুপুর ২টা নাগাদ ফুলবাড়ির ছোবাভিটা এলাকায় একটি তামিলনাড়ু নম্বরের ট্রাক ক্যানেল রোড ধরে যাওয়ার সময় আটক করা হয়।তল্লাশি চালিয়ে ট্রাকের কেবিন থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়।যার বাজারমূল্য লক্ষাধিক টাকা।ঘটনায় গ্রেফতার করা হয় গাড়ির চালককে।
পুলিশ সূত্রে খবর, কোচবিহার থেকে গাঁজা কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল।পাচারে ব্যবহৃত ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।ধৃতকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
