জলপাইগুড়ি, ২৫ অক্টোবরঃ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে জলপাইগুড়ি তিস্তা চেকপোস্ট এলাকায় জাতীয় সড়কে অভিযান চালিয়ে ট্রাক থেকে দুটি হাতি উদ্ধার করল বনদপ্তর।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে একটি নাগাল্যান্ড নম্বরের ট্রাক আটক করা হয়।সেই ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২টি হাতি।বনদপ্তরের প্রাথমিক অনুমান অরুনাচলপ্রদেশ থেকে গুজরাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল দুটি হাতিকে।একটি পূর্ণবয়স্ক ও শাবক হাতি রয়েছে।ঘটনায় চালক এবং মাহুতকে আটক করা হয়েছে।তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে রাতেই হাতি দুটিকে গরুমারায় নিয়ে যাওয়া হয়েছে।এই বিষয়ে জলপাইগুড়ি বনবিভাগের অতিরিক্ত বনাধিকারী রাহুল দেব মুখোপাধ্যায় বলেন, পশু চিকিৎসক হাতির শারীরিক অবস্থা খতিয়ে দেখেছেন।হাতি নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।