রাজগঞ্জ, ২২ এপ্রিলঃ মিস্টার ইন্ডিয়া জুনিয়র বডিবিল্ডিং প্রতিযোগিতায় ব্রোঞ্জ জয়ী তুহিন দে ওরফে সায়ন্তনকে সংবর্ধনা দিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
জানা গিয়েছে, এবারে প্রথমবারের জন্য আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ করে রাজগঞ্জের উঠতি বডিবিল্ডার তুহিন।ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ বডিবিল্ডিং অ্যান্ড ফিটনেস (IFBB) এর তরফে আয়োজিত ২০২২ মিস্টার ইউনিভার্স এবং ম্যান ফিজিক চ্যাম্পিয়নশিপ এবারে অনুষ্ঠিত হয় মহারাষ্ট্রের পুনেতে।
সেখানেই অংশগ্রহণ করে রাজগঞ্জের তুহিন।১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলে এই প্রতিযোগিতা।তুহিন এই প্রতিযোগিতায় জুনিয়র মিস্টার ইউনিভার্স প্রতিযোগী হিসেবে ৬০-৭০ কেজি বিভাগে পারফর্ম করে পঞ্চম স্থান দেখল করে।মিস্টার ইন্ডিয়া জুনিয়র বিভাগে তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ জয়ী হয় সে।আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় জোড়া সাফল্যে খুশি রাজগঞ্জের মানুষ।
এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুহিনের প্রশিক্ষক অভিজিৎ বোস।