বাগডোগরা, ৮ ডিসেম্বরঃ গোয়ার নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু হয়েছে বাগডোগরার যুবক সুভাষ ছেত্রীর। শোকের ছায়া পরিবারে।
জানা গিয়েছে, ২ বছর আগে শেফ এর কাজে যোগ দিতে নাইট ক্লাবে গিয়েছিলেন সুভাষ। শনিবার বিস্ফোরণের সময় সেখানেই কাজ করছিলেন। এই ঘটনায় মোট ২৫ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে বাগডোগরার বানুরছাট এলাকার বাসিন্দা সুভাষ ছেত্রী। ঘটনার খবর পেয়ে ভেঙে পড়েছেন সুভাষের মা টঙ্কা মায়া ছেত্রী।
পরিবারের একমাত্র ভরসা ছিলেন সুভাষ। তার ওপর চলত গোটা পরিবার। তার দিদি ঊর্মিলা ছেত্রী জানান, প্রথমে খবর দেখে জানতে পারেন ভাই গুরুতর আহত। পরে নিশ্চিত হওয়া যায়, বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন তিনি। অপরদিকে নাইট ক্লাবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ঊর্মিলা ছেত্রী। অভিযোগ ঘটনাস্থলে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ক্লাব কর্তৃপক্ষের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের গাফিলতি রয়েছে বলেও দাবি করেন তিনি। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত ও কঠোর পদক্ষেপের দাবি করেছেন মৃতের পরিবার।
