শিলিগুড়ি, ১৯ জানুয়ারিঃ মাটিগাড়ার তুলসী নগর এলাকায় কমিটি গঠন নিয়ে দুই পক্ষের বিবাদের ঘটনায় উভয় পক্ষের ১৩ জনকে গ্রেফতার করলো পুলিশ।ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
উল্লেখ্য, গতকাল তুলসী নগর এলাকায় দুই পক্ষের বিবাদ শুরু হয়।মুহুর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষ একে অপরকে পাথর ছুড়তে শুরু করে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ এবং র্যাফ মোতায়েন করা হয়।গতকাল রাতেও ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।ঘটনার খবর পৌছায় নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে।
এরপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান।গভীর রাতেও এলাকা জুড়ে রুট মার্চ করতে দেখা যায় পুলিশকে।আজও এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।মাটিগাড়া থানার আইসি অরিন্দম ভট্টাচার্যের নেতৃত্বে ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে।বর্তমানে শান্তিপূর্ণ রয়েছে তুলসী নগর এলাকা।
এদিকে আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় টিব্রেওয়াল ঘটনাস্থলে যান।স্থানীয় বাসিন্দাদের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান তারা।
অন্যদিকে মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনও এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। উভয় পক্ষকেই শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি।
