আলিপুরদুয়ার, ১ মার্চঃ চা শ্রমিকদের বর্ধিত দৈনিক মজুরি প্রদান, শ্রমিক আবাসন মেরামত, প্রভিডেন্ট ফান্ড সহ একাধিক দাবিতে সোমবার আলিপুরদুয়ার জেলার তুরতুরি চা বাগানে গেট মিটিং করলেন চা বাগানের কর্মরত শ্রমিকরা।
এদিন চা বাগানের গেটের সামনে প্রায় ২ ঘণ্টা গেট মিটিং করেন শ্রমিকরা।গত জানুয়ারি মাস থেকে রাজ্য সরকার চা শ্রমিকদের দৈনিক ২৬ টাকা মজুরি বৃদ্ধি করেছে।বহু চা বাগানে বর্ধিত দৈনিক মজুরি চালু হয়ে গেলেও তুরতুরি চা বাগানের শ্রমিকরা বর্ধিত মজুরি থেকে বঞ্চিত।এই কারণে এদিন গেট মিটিং করেন তারা।
অন্যদিকে, আলিপুরদুয়ার জেলার মাকড়াপাড়া চা বাগানেও শ্রমিকরা বর্ধিত দৈনিক মজুরি পাচ্ছে না বলে অভিযোগ।বর্ধিত দৈনিক মজুরির দাবিতে আজ থেকে আন্দোলনে নামে মাকড়াপাড়া চা বাগানের শ্রমিকরা।এদিন বাগানের ফ্যাক্টারি গেটের সামনে বিক্ষোভও দেখান শ্রমিকরা।