নকশালবাড়ি,২৮ এপ্রিলঃ নকশালবাড়িতে নাবালিকাকে গনধর্ষনের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে নকশালবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ সিপিআইএম কর্মীরা ও বাগান শ্রমিকেরা।
গত ২০ এপ্রিল রাতে নকশালবাড়ির কিরনচন্দ্র চা বাগানে এক নাবালিকাকে গনধর্ষনের ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে ৩ জন যুবককে গ্ৰেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ। ঘটনার পর থেকে নির্যাতিতার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এদিন তাদের নিরাপত্তার দাবি জানিয়ে উই ওয়ান্ট জাস্টিস শ্লোগান দিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখান বাগান শ্রমিকরা। পানিঘাটাগামী রাজ্য সড়ক আটকে বিক্ষোভ দেখানো হয়।
সিপিআইএম নেতা গৌতম ঘোষ জানান, এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্যাতিতা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পুলিশ পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে ঘটনায় দোষীদের শাস্তি দিক। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে।