শিলিগুড়িঃ পাশের বাড়িতে টিভি চলছিল জোর শব্দে। আওয়াজ কম করার কথা বলতে গিয়ে হামলায় জখম হলেন প্রতিবেশীরা।
শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির গৌড়সিং জোত এলাকার ঘটনা।
জানা গিয়েছে বুধবার রাতে দুই বাড়ির মধ্যে টিভির আওয়াজ কমানোর ঘটনা নিয়ে বিবাদ থেকে হাতাহাতি বাধে। গুরুতর জখম হন দীনবন্ধু বর্মন ও বুদ্ধদেব বর্মন। জখমদের উদ্ধার করে প্রথমে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকে পলাতক আক্রমণকারী দীপুল গোস্বামী, মিঠু গোস্বামী ও বিশ্বনাথ গোস্বামী। ঘটনায় তদন্তে নেমেছে খড়িবাড়ি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে দীনবন্ধু ও বুদ্ধদেব বর্মনরাই পাশের বাড়িতে টিভির আওয়াজ কমানোর কথা বলতে গিয়েছিলেন। সেসময় তাদের উপর হামলা করা হয়।